বাসস দেশ-২২ : শিক্ষার মান বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমেছে : নসরুল

334

বাসস দেশ-২২
নসরুল-নৌকা
শিক্ষার মান বৃদ্ধি এবং ঝরেপড়ার হার কমেছে : নসরুল
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বছরের প্রথম দিনে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করার ফলে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এবং ঝরেপড়ার হার কমেছে।
আজ কেরানীগঞ্জের খেজুরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শিক্ষার হার বেড়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, সারাদেশের মতো কেরানীগঞ্জেও শিক্ষার হার বেড়েছে।এখানকার অনেক মেয়ে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। কেউবা লেখাপড়া শেষ করে চাকরি করছেন।
অন্যদিকে মানসম্পন্ন শিক্ষাদানের পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জে ক্যাম্পাস স্থাপন করছে।
দেশকে এগিয়ে নিতে এবং শিক্ষার এ ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আ’লীগকে ক্ষমতায় আনার আহবান জানান প্রতিমন্ত্রী।
এসময় বক্তৃতা করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আ’লীগ নেতা মজিবর রহমান, জিএম সারোয়ার প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৮৪৫/কেকে