বাসস দেশ-১৯ : বিজয় দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

367

বাসস দেশ-১৯
বিজয়-জাহাজ-উন্মুক্ত
বিজয় দিবসে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত
ঢাকা, ১৫ ডিসে¤¦র, ২০১৮ (বাসস) : মহান বিজয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে আগামীকাল ১৬ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ দেশের বিভিন্ন স্থানে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
১৬ ডিসেম্বর নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ বেলা ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা এবং বরিশাল জেলার নির্ধারিত স্থানে জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।
স্থানগুলো হচ্ছে- ঢাকা সদর ঘাঁটে বানৌজা পদ্মা, নারায়নগঞ্জ নৌ ইউনিট পাগলা জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রাম নিউমুরিং নেভাল জেটিতে বানৌজা সমুদ্র জয়, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাঁটে বানৌজা তিস্তা, মোংলা দিগরাজ নৌ জেটিতে বানৌজা করতোয়া ও বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা মেঘনা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।
বাসস/আইএসপিআর/এমএন/ ১৮০০/আসচৌ