বাসস দেশ-১৬ : সিলেট ওসমানী বিমানবন্দরে ৫২ পিস স্বর্ণের বার জব্দ

138

বাসস দেশ-১৬
ওসমানী বিমানবন্দর-স্বর্ণজব্দ
সিলেট ওসমানী বিমানবন্দরে ৫২ পিস স্বর্ণের বার জব্দ
সিলেট, ১৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৫২ পিস স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। যার ওজন ৬ কেজি ৩২ গ্রাম । এসব স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা বলে জানা গেছে।
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী বলেন, আজ শনিবার সকালে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। বিজি-২৪৮ ফ্লাইটের ওই বিমানটির সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে স্বর্ণেরবার গুলো জব্দ করা হয়। স্বর্ণপাচারে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন যাত্রীকে আটক করা হয়। তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় পরে ছেড়ে দেওয়া হয়েছে। পরে ওই বিমানটি পুনরায় ঢাকায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ফিরে যায়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৭১০/কেকে