বাসস ক্রীড়া-৮ : কোচ হতে আবেদন করেছেন কার্স্টেন

146

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-কারস্টেন
কোচ হতে আবেদন করেছেন কার্স্টেন
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ভারতীয় নারী ক্রিকেট দলের কোচ হতে আবেদন করেছেন পুরুষ দলের বিশ্বকাপজয়ী সাবেক বস ও দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় গ্যারি কার্স্টেন।
রমেশ পাওয়ারের বিদায়ের পর নারী দলের জন্য নতুন কোচ খুঁজছে ভারতীয় বোর্ড। কোচ হতে ইতোমধ্যে আবেদন করেছেন অনেকেই। আবেদনকারীদের মধ্যে রয়েছেন মনোজ প্রভাকর, হার্শেল গিবস, ডেভ হোয়াটমোরের মতো তারকা কোচরা। বাদ যাননি পাওয়ার নিজেও। পুনরায় কোচ হতে আবেদনও করেছেন তিনি। কাকে ভারতীয় ক্রিকেট বোর্ড বেছে নিবে, সেটি সময়ই বলে দিবে।
তবে কোচ হিসেবে বেশ সুনাম রয়েছে কার্স্টেনের। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দেন তিনি। এছাড়া ভারতকে টেস্ট র‌্যাংকিং-এ শীর্ষেও উঠিয়েছিলেন তিনি। ভারতের দায়িত্ব ছেড়ে দিয়ে নিজ দেশের কোচও হয়েছিলেন কার্স্টেন। জাতীয় দল ছাড়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগেও বেশক’টি দলের কোচেরও দায়িত্ব পালন করছেন তিনি। এর মধ্যে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস, বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সেরও কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
বাসস/এএমটি/১৬৩৫/মোজা/স্বব