বাসস ক্রীড়া-৩ : তিন হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার সংগ্রহ ২৭৫/৯

118

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-টেস্ট
তিন হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার সংগ্রহ ২৭৫/৯
ওয়েলিংটন, ১৫ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ওয়েলিংটন টেস্টের প্রথম দিন শ্রীলংকার বিপক্ষে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। তারপরও তিন ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে প্রথম দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৯ উইকেটে ২৭৫ রান। বল হাতে ৬৭ রানে ৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড। ৪ ওভারের মধ্যে স্উাদি শ্রীলংকার উপরের সারির তিন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠালে ৩ উইকেটে ৯ রানে পরিনত হয় শ্রীলংকা।
শুরুর ধাক্কাটা পরবর্তীতে ভালোভাবে সামাল দেন ওপেনার দিমুথ করুনারত্নে ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। চতুর্থ উইকেটে জুটিতে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে প্রদর্শন করেন তারা। জুটিবদ্ধ ভাবে তারা ১৩৩ রান করেন। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে নেন। তবে সেঞ্চুরির স্বাদ নিতে ব্যর্থ করুনাতেœ ও ম্যাথুজ।
৭৯ রানে থাকা করুনারত্নেকে শিকার করে শ্রীলংকার চতুর্থ উইকেটের পতন ঘটান নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার। ৮৩ রান করা ম্যাথুজকে বিদায় দেন সাউদি।
করুনারত্নে ও ম্যাথুজের বিদায়ের পর দলের স্কোরকে সচল রাখেন উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা। এক প্রান্ত আগলে দিন শেষে ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের সাউদি ৬৭ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন সাউদি।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলংকা : ২৭৫/৯, ৮৭ ওভার (ম্যাথুজ ৮৩, করুনারতেœ ৭৯, ডিকবেলা ৭৩*, সাউদি ৫/৬৭)।
বাসস/এএমটি/১৬১৫/মোজা/স্বব