জয়পুরহাটে একশ’ প্রবীণের মাঝে বয়স্ক ভাতা ও উপকরণ বিতরণ

350

জয়পুরহাট, ১৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সরকারের পাশাপাশি বে-সরকারি উন্নয়ন সংস্থা গুলোও এগিয়ে আসছে প্রবীণদের সহযোগিতায়। জেলার প্রত্যন্ত অঞ্চল আয়মারসুলপুর ইউনিয়নের একশ’ প্রবীণের হাতে তুলে দেওয়া হলো ১ লাখ ৮০ হাজার টাকা বয়স্ক ভাতা ও অন্যান্য উপকরণ।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ প্রবীণদের হাতে ওই বয়স্ক ভাতা ও উপকরণ তুলে দেন। প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় শারীরিক ভাবে নাজুক ও সুবিধা বঞ্চিত নারী পুরুষ মিলে একশ প্রবীণকে মাসিক ৬শ’ টাকা হারে তিন মাসের ১৮শ’ টাকা করে প্রদান করা হয়। এ ছাড়াও শারীরিকভাবে অক্ষম ১৬ জনকে হুইল চেয়ার, কমোট চেয়ার সহ চলাফেরা করার জন্য ছাতা, লাঠি ও মৃত ব্যক্তির সৎকারের জন্য দুই জনকে ৪ হাজার টাকা প্রদান করা হয়। হাজি মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল আলম বেনু প্রধান অতিথি হিসেবে প্রবীণদের হাতে বয়স্ক ভাতা ও উপকরন তুলে দেন। জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মো: আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রবীণ কর্মসূচির ফোকাল পার্সন সিদ্দিকুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের উপ পরিচালক রফিকুল ইসলাম বাদশা, ইউনিয়ন কো-অর্ডিনেটর গঙ্গেশ রায় প্রমুখ। প্রবীণরা সমাজের বোঝা নয় উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বে-সরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে প্রবীণদের সহযোগিতায়।