চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

590

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমজাদ হোসেনের অসামান্য অবদানের কথা উল্লেখ করে বলেন, তার মৃত্যু এই ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, “আমজাদ হোসেন তার কাজের মধ্যদিয়ে মানুষের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন।”
শেখ হাসিনা তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আমজাদ হোসেন আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।
গত ১৮ নভেম্বর তার নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমজাদ হোসেনের চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন।
তিনি আমজাদ হোসেনের বিদেশে চিকিৎসার জন্য ৪২ লাখ ৩৫ হাজার টাকা অনুদান দেন।