বাসস রাষ্ট্রপতি-২ : চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

286

বাসস রাষ্ট্রপতি-২
রাষ্ট্রপতি-শোক-আমজাদ
চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশিষ্ট চলচিত্র পরিচালক, অভিনেতা, কাহিনীকার ও গীতিকার আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি আজ এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আমজাদ হোসেন আজ থাইল্যান্ডের ব্যাংককে বামরুদগ্রাদ হাসপাতালে থাই সময় বেলা ২টা ৫৭ মিনিটে ইন্তেকাল করেন।
স্ট্রোক করায় গত ১৮ নভেম্বর তাকে রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।
রাষ্ট্রপতি বাংলাদেশের চলচিত্র শিল্পে তার অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে এই শিল্পে অপূরণীয় ক্ষতি হলো।
রাষ্ট্রপতি বলেন, ‘জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
বাসস/রাষ্ট্রপতি/অনুবাদ/কেকে/১৯২৮/অমি