বাসস ক্রীড়া-১৪ : শীর্ষস্থান ধরে রাখতে রোববার লেভান্তের মোকাবেলা করবে বার্সা

287

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-লা লীগা-প্রিভিউ
শীর্ষস্থান ধরে রাখতে রোববার লেভান্তের মোকাবেলা করবে বার্সা
মাদ্রিদ, ১৪ ডিসেম্বর ২০১৮ (বাসস/এএফপি) : লা লীগায় টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে রোববার রাতে লেভান্তের মোকাবেলা করবে বার্সেলোনা। ৭ মাস আগে দুই ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে স্প্যানিশ ফুটবলের শীর্ষ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছিল কাতালান জায়ান্টরা। এর আগে ১৯৩২ সালে রিয়াল মাদ্রিদ অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল।
কাতালান কোচ আর্নেস্টো ভালভার্দে ওই সফলতা দিয়েই দূর করেছেন চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার দু:খ। এবার অপরাজিত থাকার সুযোগ হাতছাড়া হয়েছে বলেও হতাশ বার্সা কোচ।
এবারের চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলতে জায়গা পেলেও বার্সাকে লড়তে হবে কঠিন প্রতিপক্ষ টোটেনহ্যামের বিপক্ষে। আগামী মঙ্গলবার তাদেরকে আথিথেয়তা দিবে কাতালানরা। যে কারণে লিওনেল মেসি, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে ও মার্স-আন্দ্রে টের স্টেগেনসহ দলের বেশ কয়েকজন গুরুত্বপুর্ন খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার পরিকল্পনা রয়েছে ভালভার্দের।
লা লীগায় আগামীকাল শনিবার গেটাফে লড়বে রিয়াল সোসিদাদের বিপক্ষে। এছাড়া রিয়াল ভ্যালাদোলিদের মোকাবেলা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। লীগের আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রয়ো ভলকানোর। আর ভ্যালেন্সিয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামবে এইবার।
রোববার বার্সেলোনা বনাম লেভান্তের ম্যাচ ছাড়াও সেভিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে জিরোনার। অন্য ম্যাচে এস্পানিয়ল রিয়াল বেতিসের এবং হুয়েস্কা লড়বে ভিলারিয়ালের বিপক্ষে। সোমবার লীগের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের।
বাসস/এএফপি/এমএইচসি/১৯১৫/স্বব