বাসস বিদেশ-৫ : জাতীয় নিরাপত্তার জন্য ‘ক্ষতিকর’ সন্দেহে কানাডিয়ানের বিষয়ে তদন্ত

140

বাসস বিদেশ-৫
চীন-কানাডা
জাতীয় নিরাপত্তার জন্য ‘ক্ষতিকর’ সন্দেহে কানাডিয়ানের বিষয়ে তদন্ত
বেইজিং, ১৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনে নিখোঁজ দ্বিতীয় কানাডিয়ানের বিরুদ্ধে ‘চীনের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকা-ে যুক্ত’ সন্দেহে তদন্ত চলছে।
বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সরকারি বার্তা সংস্থার মতে উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে চীনে স্থায়ীভাবে বসবাসকারী মিখায়েল স্পাভোর বিরুদ্ধে ১০ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের ডাংডং শাখা তদন্ত শুরু করে।
বাসস/কেএআর/১৩২০/-জুনা