বাসস দেশ-২২ : যারা জনগণের কল্যাণে কিছুই করেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই : মুজিবুল হক

182

বাসস দেশ-২২
রেলমন্ত্রী- ভোট
যারা জনগণের কল্যাণে কিছুই করেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই : মুজিবুল হক
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যারা ভোটে নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কিছুই করেনি তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।
তিনি বলেন, এরা দেশের মানুষের কল্যাণ চায়না ইসলামের দোহাই দিয়ে ভোট নিয়ে নির্বাচিত হয়ে মসজিদ মাদ্রাসার টাকা লুটপাট করে খায়। তাদের এসব ধোঁকাবাজি সম্পর্কে মানুষ সবই বুঝে গেছে। তাই এসব স্বাধীনতা বিরোধী রাজাকারের দোসরদের রাজনীতি করার কোন প্রকার অধিকার নেই। তারা আবারো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তাই তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী বলেন, চৌদ্দগ্রাম থেকে অতিতে প্রধানমন্ত্রী হয়েছে অনেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে শুধু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই কোটি কোটি টাকার বরাদ্দ এনে চৌদ্দগ্রামের অবহেলিত জনপদকে আলোকিত করা হয়েছে।
তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে চৌদ্দগ্রামের মানুষের কল্যাণে আবারো কাজ করার সুযোগ দেয়ার আহবান জানান।
মন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ দিনব্যাপী চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
বাসস/সবি/এমআর/১৯১৫/এএএ