বাসস দেশ-২১ : ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ না : নূর

163

বাসস দেশ-২১
সংস্কৃতিমন্ত্রী-নীলফামারী
ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ না : নূর
নীলফামারী, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস): সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা ধার্মিকের কাজ না। এ কাজ যারা করেন তারা ইসলামের শত্রু।
তিনি আজ বুধবার দুপুরে নীলফামারী আইনজীবী সমিতি আয়োজিত বার লাইব্রেরীর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন প্রসঙ্গে বলেন, ‘গত ১০ বছরে প্রমান হয়েছে বাংলাদেশের উন্নয়ন একমাত্র শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এর আগে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। সে ধারা বজায় রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো দরকার।’
আসাদুজ্জামান নূর আরো বলেন, সরকার বদলের অস্থিরতা থাকলে উন্নয়ন হয়না। আর দেশের প্রতি যাদের নিষ্ঠা এবং ভালোবাসা আছে তাদেরকই ক্ষমতায় বসানো দরকার। সেজন্য প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব সত্যটা গ্রহণ করা এবং অসত্যকে বর্জন করা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, আইনজীবী রমেন্দ্র নাথ বর্ধন, আজাহারুল ইসলাম ও আল মাসুদ আলাল বক্তৃতা করেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৮৪০/এএএ