বাসস দেশ-১৮ : প্রযুক্তি নির্ভর উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ : ড.আতিউর রহমান

133

বাসস দেশ-১৮
আতিউর-উন্নয়ন
প্রযুক্তি নির্ভর উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ : ড.আতিউর রহমান
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস): বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান বলছেন, প্রযুক্তি নির্ভর উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে কাজ করে যেতে হবে।
তিনি আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)’র অর্থনীতি বিভাগের দশকপূর্তি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানের মুল বক্তার বক্তব্যে একথা বলেন।
আতিউর বলেন, প্রতিটি নাগরিককে নিজ দেশের প্রতি আস্থা রাখার পাশাপাশি স্বদেশকে মাতৃতুল্য হিসেবে ধারণ করতে হবে।
নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সকল তরুণদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই হবে আগামীর অর্থনীতির উন্নয়ন এবং প্রবৃদ্ধির এক অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আয়োজক কমিটির সদস্য সচিব বিভাগটির সহকারী অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম।
বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান।
পরে, বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মাঝে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।
এদিকে সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উৎসবের মুল কর্মসূচি শুরু হয় । এরপর স্মারক কেক কেটে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বিশ^বিদ্যালয় প্রদক্ষিণ করে। দিনের শেষ কর্মসূচিতে বিশ^বিদ্যালয় মাঠে কনসার্ট অনুষ্ঠিত হয়।
বাসস/সবি/এসএস/১৮০৫/এএএ