বাসস ক্রীড়া-৮ : চ্যাম্পিয়ন্স লীগের রেকর্ড বইয়ে বার্সেলোনা

114

বাসস ক্রীড়া-৮
ফুটবল-চ্যাম্পিয়ন্স লীগ-বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লীগের রেকর্ড বইয়ে বার্সেলোনা
মাদ্রিদ, ১২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : চ্যাম্পিয়ন্স লীগে হোম গ্রাউন্ডে টানা ২৯ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড বইয়ে বায়ার্ন মিউনিখের পাশে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।
মঙ্গলবার টোটেনহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে রেকর্ডের পাতায় ঠাই করে নেয় কাতালান ক্লাবটি। ২০১৩ সাল থেকে এই যাত্রা শুরু করেছিল ক্লাবটি। এরপর থেকে এ পর্যন্ত নিজেদের মাঠে অনুষ্ঠিত ইউরো টর্নুামেন্টের ২৬টি ম্যাচে জয় ও তিনটিতে ড্র করেছে কাতালান জায়ান্টরা।
এর আগে নিজেদের সাবেক ভেন্যু অলিম্পিয়াস্তাডিওনে এই রেকর্ডটি গড়েছিল জার্মানির বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ১৯৯৮ সাল থেকে ২০০২ সালের মধ্যে এই রেকর্ডটি গড়েছির ক্লাবটি।
মঙ্গলবার ক্যাম্প ন্যুতে টোটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ওসমানে ডেম্বেলের গোলে প্রথমে এগিয়ে যায় বার্সেলোনা। পরে অবশ্য লুকাস মউরা গোলটি পরিশোধ করে দিয়ে সমতায় ফিরিয়ে আনেন স্পার্সদের।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮০৮/স্বব