বাসস দেশ-১১ : বিজয় উৎসবের উদ্বোধন আগামীকাল

176

বাসস দেশ-১১
বিজয়-উৎসব
বিজয় উৎসবের উদ্বোধন আগামীকাল
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বর্ণাঢ্য বিজয় উৎসবের উদ্বোধন আগামীকাল।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জমান, বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, লেখক-প্রতœতত্ত্ববিদ ড. এনামুল হকসহ দেশের শিল্প-সাহিত্যকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ সম্মিলিত ভাবে আগামীকাল বিকেল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উৎসবের উদ্বোধন করবেন।
প্রতি বছরের মত এবারও ঢাকা মহানগর জুড়ে ৮ টি মঞ্চে বিজয় উৎসবের আয়োজন করেছে সংগঠনটি। ১৯৯০ সাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে আয়োজিত বিজয় উৎসব ২৯ বছরে পদার্পন করেছে।
এবছর দিবসটির মর্মবাণী ‘স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের দিন শেষ, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবেই বাংলাদেশ’।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিনারের মূলবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান পরিবেশিত হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন দল ও শিল্পীদের অংশগ্রহণে একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, একক আবৃতি ও পথনাটক পরিবেশিত হবে।
বাসস/সবি/বিকেডি/১৬৩৫/আরজি