বাসস ক্রীড়া-৪ : ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হতে চান গিবস

168

বাসস ক্রীড়া-৪
গিবস-কোচ
ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হতে চান গিবস
কেপ টাউন, ১২ ডিসেম্বর, ২০১৮(বাসস) : ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস।
মহিলা টি-২০ বিশ্বকাপ সেমফিাইনালে পরাজিত হওয়ার পর এবং বোর্ডের সাথে রমেশ পাওয়ারের তিন মাসের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচের সন্ধানে নামে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ।
ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, কোচ হওয়ার জন্য গিবস আবেদন করেছেন এবং সংক্ষিপ্ত তালিকায় তার নাম রয়েছে। কপিল দেবের নেতৃত্বাধীন বিসিসিআই প্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে পারেন তিনি।
ভারতের সাবেক বোলার মনোজ প্রভাকর এবং সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়েসিস শাহও ভারতীয় মহিলা দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন।
বাসস/১৫৪০/-স্বব