বাসস দেশ-৮ : ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ

235

বাসস দেশ-৮
তোরণ-নিষিদ্ধ
ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ, পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস): ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনো ধরনের পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো ও তোরণ নির্মাণ করা যাবে না।
আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, ‘মহান বিজয় দিবস ২০১৮ উদ্যাপন উপলক্ষে ঢাকার গাবতলী এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোনো ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না) পোস্টার, ব্যানার এবং ফেস্টুন লাগানো থেকে বিরত থাকতে এবং রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে নির্দেশ দেয়া হয়েছে।’
বাসস/তবি/বিকেডি/১৫৩৫/কেজিএ