শুধুমাত্র মুশফিক ও মাহমুদুল্লাহ

192

নয়া দিল্লি, ১২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে বাংলাদেশ থেকে শুধুমাত্র থাকছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আটটি ফ্র্যাঞ্চাইজির রিভিউ শেষে এমনটি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এ ছাড়া সাকিবকে আগেই দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।
প্রাথমিকভাবে আইপিএলের পরবর্তীতে নিলামে নাম ছিলো ১,০০৩ জন খেলোয়াড়ের। সেখান থেকে এই সংখ্যা নেমে এসেছে ৩৪৬-এ।
নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশ থেকে ১০ খেলোয়ড়ের নাম ছিলো। সেই সংখ্যা কমে এখন দু’জন। তারা হলেন- মুশফিক ও মাহমুদুল্লাহ। নিলামে মুশফিক ও মাহমুদুউল্লাহর ৫০ লাখ বেজ প্রাইজের তালিকায় রাখা হয়েছে। মুশফিক আছেন উইকেটরক্ষক ক্যাটাগরিতে এবং মাহমুদুল্লাহ আছেন অলরাউন্ডার ক্যাটাগরিতে।
গেল আসরের আইপিএল বাংলাদেশ থেকে খেলেছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবকে সানরাইজার্স হায়দারাবাদ রেখে দিয়েছে। আসন্ন আসরে মুস্তাফিজকে আকর্ষনীয় এ টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে নিলাম অনুষ্ঠিত হবে।