বাসস ক্রীড়া-২ : অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে : পন্টিং

149

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-পন্টিং
অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে : পন্টিং
পার্থ, ১২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : অ্যাডিলেডে ভারতের কাছে হারলেও পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে বলে জানান দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। অতীত রেকর্ড থেকে দলকে আত্মবিশ্বাসী হতে বলছেন তিনি।
পন্টিংয়ের মতে সিরিজের প্রথম টেস্টের ভুলগুলো দ্রুতই শুধরে নিতে হবে দলকে। নয়তো পার্থের বড় ধরনের ধাক্কা অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। তবে ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে অসিরা। প্রথম ইনিংসে ভারতকে ২৫০ রানেই গুটিয়ে দেয় অস্ট্রেলিয়ার বোলাররা। তবে ব্যাট হাতে আহামরি কিছু করতে পারেনি দলের ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের তোপে ২৩৫ রানেই নিজেদের প্রথম ইনিংস গুটিয়ে নেয় স্বাগতিকরা। এতে প্রথম ইনিংস থেকে মাত্র ১৫ রানের লিড পায় ভারত।
সেই লিডকে সাথে রেখে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করে ভারত। ফলে অসিদের সামনে ৩২৩ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিতে পারে টিম ইন্ডিয়া। এই অ্যাডিলেডে ২শ বা তার চেয়ে বেশি রানের টার্গেট পেয়েও গত একশ বছরে কোন ম্যাচ জিততে পারেনি অস্ট্রেলিয়া। সেই ব্যর্থতার নড়চড় এবারও হয়নি। এবারও হারের স্বাদ নেয় অসিরা। দ্বিতীয় ইনিংসে ২৯১ রান করতে পারে অসিরা।
পার্থে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী পন্টি বলেন, ‘পার্থে অন্য এক অস্ট্রেলিয়াকে দেখার অপেক্ষা করছি। আমি আশাবাদি, পার্থে ভালো ক্রিকেট খেলবে অসিরা এবং সিরিজের লড়াইয়ে ফিরবে।’
পার্থের পিচে ভারতের চাইতে বেশি সুবিধা পাবে অস্ট্রেলিয়া। এমনটাও বললেন পন্টিং, ‘পার্থের পিচে ভারতীয়দের তুলনায় অবশ্যই বেশি সহায়তা পাবে অস্ট্রেলিয়া। তবে পিচের সুবিধা নিয়ে সেটি কাজে লাগাতে হবে। ভারতের উপর চাপ সৃষ্টি করতে হবে। যাতে লড়াই করার সুযোগ না পায় ভারত।’
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার পারফরমেন্সে খুশী হতে পারেননি পন্টিং। বেশ কিছু ভুল তার চোখ এড়াতে পারেনি। তাই পার্থের আগে ভুলগুলো শুধরে নিতে বললেন পন্টিং, ‘অস্ট্রেলিয়া মোটেই ভাল ক্রিকেট খেলেনি। বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা খুবই খারাপ করেছে। এতটা বাজে পারফরমেন্স আশা করিনি। তবে এটিও ঠিক ভারতও কিন্তু তাদের সেরা খেলাটা খেলেনি। ভারতের আরও ভাল খেলার ক্ষমতা রয়েছে। তাই দলকে সাবধান থাকতে হবে। আগের ম্যাচের ভুলগুলো ভুলে শুধরে নিতে হবে।’
আগামী ১৪ ডিসেম্বর থেকে পার্থে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
বাসস/এএমটি/১৪৪৫/স্বব