বাসস ক্রীড়া-১ : ১৫-২০ রানের আক্ষেপ মাশরাফির

168

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-মাশরাফি
১৫-২০ রানের আক্ষেপ মাশরাফির
ঢাকা, ১২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দাপটে জিতলেও, দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে। গতরাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। আসলে বাংলাদেশকে জয় বঞ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ক্যারিয়ার সেরা অনবদ্য ১৪৬ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের লড়াইয়ে ফেরান তিনি। তারপরও ব্যাটিং-এ আরও ১৫-২০ রান করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো বলে জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয়, হারের কারণ দু’টো। ১৫-২০ রান আরও বেশি হওয়া উচিত ছিলো। বিশেষ করে তামিম-সাকিব আরো কিছুক্ষন ব্যাটিং করতে পারলে রান ৩শ’র কাছে যাওয়ার সুযোগ ছিলো। রিয়াদ-সাকিব যখন ব্যাটিং করছিলো ৪১ ওভার হয়ে গিয়েছিলো। ওরা যদি আরও ৬-৭ ওভার ব্যাটিং করতো রান ২৭০-২৮০ হয়ে যেতো, তাতে সুবিধা হতো। আর ফিল্ডিংয়ে অবশ্যই ক্যাচ ফেলার জন্য আমাদের মূল্য দিতে হয়েছে।’
আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিলেটে। যেটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভালো ফল করার কথা জানালেন মাশরাফি, ‘সিরিজ নিশ্চিত হয়ে গেলে অবশ্যই বাড়তি সুবিধা থাকে। আত্মবিশ্বাসও ভাল থাকতো। এই ম্যাচের ফলের পর ওয়েস্ট ইন্ডিজের আত্মবিশ্বাসও এখন ভালো থাকবে। অবশ্য এমন অবস্থা আমাদের আগেও এসেছে। যেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখনো আমি মনে করি আমাদের হোম কন্ডিশনের সুযোগটি নিতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’
বাংলাদেশের জয়ের বাঁধা হয়ে দাঁড়ানো ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের প্রশংসাও সংবাদ সম্মেলনে করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘হোপ শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছে। যা বড় ব্যাটসম্যানদের গুন। অন্য প্রান্তে উইকেট পড়লেও সাহস হারায়নি। আমার মনে হয় এই শতরানটা তার কাছে খুব স্মরনীয় হয়ে থাকবে।’
বাসস/এএসজি/এএমটি/১৪৪০/স্বব