বাসস বিদেশ-৩ : টেক্সাসে নবদম্পতির ওপর হামলার ঘটনায় আসামির মৃত্যুদন্ড কার্যকর

154

বাসস বিদেশ-৩
যুক্তরাষ্ট্র-অপরাধ-মৃত্যুদন্ড-কার্যকর
টেক্সাসে নবদম্পতির ওপর হামলার ঘটনায় আসামির মৃত্যুদন্ড কার্যকর
শিকাগো, ১২ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেক্সাস রাজ্যে এক আসামির মত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ১৯৯৩ সালে এক নব দম্পতির ওপর হামলা করে হত্যা ও শ্লীলতাহানি করায় তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল। খবর এএফপি’র।
টেক্সাস রাজ্যের হান্টসভিল কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ৪৩ বছর বয়সী আলভিন ব্রাজিয়েলের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
ডগলাস ও লরা হোয়াইটের ওপর হামলা চালানোর মামলায় ২০০১ সালে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড দেয়া হয়। এ মর্মান্তিক ঘটনার মাত্র ১০ দিন আগে তারা বিয়ে করেছিল।
এ দম্পতি ডালাস উপশহরে হেঁটে চলার সময় ব্রাজিয়েল অস্ত্রেরমুখে তাদের কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা জানায়, তাদের কাছে কোন অর্থ নেই। একথা শোনার পর ব্রাজিয়েল ডগলাস হোয়াইটকে (২৭) গুলি করে এবং লরা হোয়াইটকে (২৩) শ্লীলতাহানি করে। ওই সময় ব্রাজিয়েলের বয়স ছিল ১৮ বছর।
বাসস/এমএজেড/১১২৫/এমএবি