বাসস দেশ-৩৫ : আগামীর বাংলাদেশ দেখতে চাই শিশুদের মাঝে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

300

বাসস দেশ-৩৫
নূর- পুরস্কার বিতরণ
আগামীর বাংলাদেশ দেখতে চাই শিশুদের মাঝে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
নীলফামারী, ১১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আগামীর বাংলাদেশ দেখতে চাই শিশুদের মাঝে। এজন্য তাদেরকে সৃজনশীল মানুষ হিসেবে তৈরি করতে হবে।
আজ দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাড়ে ২২ হাজার ক্ষুদে কবির মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ভিশন ২০২১ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।
আসাদুজ্জামান নূর বলেন, জিপিএ-৫ পাওয়ার জন্য অভিভাবকরা শিশুদের নানাভাবে চাপ সৃষ্টি করে থাকেন। এতে তাদের শুপ্ত প্রতিভাগুলো চাপা পড়ে যায়। খেলাধুলার পাশাপাশি কবিতা, ছড়া, গল্প, ভ্রমণ কাহিনী লেখার অভ্যাস তৈরি করতে হবে তাদের। তাহলে শিশুরা সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
মন্ত্রী বলেন, সাধারণ জ্ঞান অর্জনের জন্য আরো চাই শিক্ষক অভিভাবকদের আগ্রহ উৎসাহ ও উদ্দীপনা। ক্লাশের বইয়ের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা, নাটক, গল্প বই পড়ানো অভ্যাস তৈরী করতে হবে। পরিপূর্ণ মানুষ করতে তাদের মধ্যে সাধারণ জ্ঞানের ভা-ার তৈরি করতে হবে।
তিনি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ দেখতে এইসব ক্ষুদে কবির বিকল্প নাই। আর একদিন তাদের মাঝ থেকে বড় কবি লেখক তৈরি হবে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৩৫/অমি