বাসস দেশ-২৫ : লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে : হাসানুল হক ইনু

139

বাসস দেশ-২৫
কুষ্টিয়া- ইনু
লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে : হাসানুল হক ইনু
কুষ্টিয়া, ১১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে ।
আজ দুপুরে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুরে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচনের নামে বারবার যে সমতল ভূমির কথা বলছেন তা নিশ্চিত হয়েছে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে। নির্বাচন কমিশন বা প্রশাসনের কোন আচরণ পক্ষপাতিত্ব হয়েছে বিএনপি তা বলতে পারছে না।
তিনি বলেন, অতীতের দশ বছর ধরে যারা আগুন সন্ত্রাস ও দুর্নীতির সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে প্রশাসন পুরাতন মামলা কার্যকর করছে। তাও একটি ধারাবাহিক প্রক্রিয়ায়।
ইনু বলেন, নতুন করে বিএনপির কোন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়নি। শুধু অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনী কার্যক্রম অব্যাহত আছে। এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই।
এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৮৫০/কেএমকে