রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য খাদ্য সহায়তা হিসেবে ৫ মিলিয়ন ইউরো দিয়েছে ইসি

183

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো অর্থ ছাড় করেছে ইউরোপীয় কমিশন (ইসি)।
ইউরোপীয় কমিশনের এক মিডিয়া রিলিজে আজ বলা হয়েছে, এই মানবিক সংকট মোকাবেলার লক্ষ্যে গত মে মাসে ঘোষিত ৪০ মিলিয়ন ইউরোর অতিরিক্ত এই বরাদ্দ।
ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টস স্টিলিয়ানাডাইস বলেন, ‘এই অতিরিক্ত বরাদ্দ- রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতির আরেকটি স্পষ্ট স্বাক্ষর বহন করে। খাদ্য সহায়তা একটি আবশ্যিক প্রয়োজনীয়তা এবং এই সংকটকালে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের স্থানীয় জনগণের জন্য আমরা সহায়তা অব্যাহত রাখবো।’