বাসস দেশ-১২ : ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

114

বাসস দেশ-১২
ঢাবি-গার্হস্থ্য অর্থনীতি
ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৪শ’ ৭৫টি আসনের বিপরীতে মোট ৫ হাজার ২১ জন ছাত্রী অংশগ্রহণ করে।
এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৪ শ’ ৬১ জন। পাশের হার ৮৮.৮৫ শতাংশ। ফলাফলের বিস্তারিত তথ্য admission.eis.du.ac.bd ওয়েবসাইট-এর গার্হস্থ্য অর্থনীতি-ইউনিট নোটিশ বোর্ড থেকে পাওয়া যাবে।
এছাড়া, মোবাইল ফোন থেকে DU GOC<roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।
ভর্তি হতে আগ্রহী পাশকৃত শিক্ষার্থীদের আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
গত ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাসস/সবি/এসই/১৭০৫/আরজি