ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের অপরিবর্তিত দল

181

লন্ডন, ১১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সর্বশেষ শ্রীলংকা সফরে টেস্ট সিরিজের দলই অব্যাহত রেখেছে ইংলিশরা। আসন্ন সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।
গেল মাসে শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো ইংল্যান্ড। ঐ সিরিজে অভিষেক হয়েছিলো বেন ফোকস ও ররি বার্নসের। ইংল্যান্ড সফরেও দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন তারা।
ওয়ানডে দলে ফিরেছেন ডেভিড উইলি। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন স্যাম কারান, লিয়াম ডসন ও ওলি স্টোন।
টেস্ট ও ওয়ানডে দলের নাম ঘোষণা করলেও, টি-২০ স্কোয়াড ঘোষণা করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ানডে সিরিজের মাঝপথেই ঘোষণা করা হবে টি-২০ দল।
সারের বাঁ-হাতি ব্যাটসম্যান বার্নস শ্রীলংকার বিপক্ষে তিনটি ম্যাচই খেলেছেন। ১টি হাফ-সেঞ্চুরিতে ১৫৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ছিলো ৫৯ রানের।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক স্মরণীয় করে রেখেছেন ফোকস। নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ১০৭ রান করেন ফোকস। পুরো সিরিজেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি। সিরিজ তার রান ছিলো ২৭৭। ব্যাটিং গড়- ৬৯ দশমিক ২৫। এছাড়া উইকেটের পেছনেও উজ্জ্বল ছিলেন ফোকস। আটটি ক্যাচ ও দু’টি স্টাম্পিং করেন ফোকস।
তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৩ জানুয়ারি। ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ ফেব্রুয়ারী। ৫ মার্চ থেকে শুরু হবে টি-২০ লড়াই।
টেস্ট দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান,জো ডেনলি,বেন ফোকস, কিটন জেনিংস, জ্যাক লিচ, আদিল রশিদ, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস।
ওয়ানডে দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, এ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
সূচি:
জানুয়ারী ১৫-১৬, ১ম অনুশীলন ম্যাচ, বারবাডোজ
” ১৭-১৮, ২য় অনুশীলন ম্যাচ, বারবাডোজ
” ২৩-২৭, ১ম টেস্ট, বরবাডোজ
জানুয়ারী ২৩-ফেব্রুয়ারী ৪, ২য় টেস্টে, এন্টিগা
ফেব্রুয়ারী ৯-১৩ ৩য় টেস্টে, সেন্ট লুসিয়া
ফেব্রুয়ারী ১৭: অনুশীলন ম্যাচ বারবাডোজ
ফেব্রুয়ারী ২০: ১ম ওয়ানডে, বারবাডোজ
ফেব্রুয়ারী ২২: ২য় ওয়ানডে, বারবাডোজ
ফেব্রুয়ারী ২৫: ৩য় ওয়ানডে, গ্রানাডা
ফেব্রুয়ারী ২৭: ৪র্থ ওয়ানডে, গ্রানাডা
মার্চ ২: ৫ম ওয়ানডে, সেন্ট লুসিয়া
মার্চ ৫: ১ম টি-২০, সেন্ট লুসিয়া
মার্চ ৮: ২য় টি-২০, সেন্ট কিটস
মার্চ ১০: ৩য় টি-২০, সেন্ট কিটস।