বাসস বিদেশ-৪ : ওহাইও’র সিনাগগে হামলার পরিকল্পনার জন্যে মার্কিন নাগরিক অভিযুক্ত

181

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-অপরাধ
ওহাইও’র সিনাগগে হামলার পরিকল্পনার জন্যে মার্কিন নাগরিক অভিযুক্ত
শিকাগো, ১১ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন কর্তৃপক্ষ একটি সিনাগগে হামলার পরিকল্পনায় ইসলামিক স্টেটকে সহায়তা দেয়ার জন্য সোমবার ওহাইও’র এক বাসিন্দাকে অভিযুক্ত করেছে।
দামোন জোসেফ (২১) নামের ওই ব্যক্তি টোলেডো নগরীর একটি সিনাগগে ইহুদিদের ধর্মীয় আচার জিউশ সাবাথ চলাকালে পুন্যার্থীদের ওপর হামলার পরিকল্পনা করে।
ধর্মীয় এই আচার শুক্রবার সুর্যাস্তের পর থেকে শনিবার ভোর পর্যন্ত চলে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সে একজন ফেডারেল আন্ডারকভার এজেন্টের কাছ থেকে দুটি সেমি-অটোমেটিক রাইফেল চুরি করে। এরপর শুক্রবার জোসেফকে গ্রেফতার করা হয়।
ফেডারেল আদালতে উপস্থাপন করা একটি এফিডেভিটে দাবি করা হয়েছে, জোসেফ জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট এর অনলাইন প্রপাগা-া ও অক্টোবর মাসে পিটসবার্গের সিনাগগে হামলার ঘটনার দ্বারা অনুপ্রাণিত হয়ে টোলেডো নগরীর ওই সিনাগগে হামলার পরিকল্পনা করে।
পিটসবার্গের ওই সিনাগগে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই হামলায় ১১ জন নিহত হয়।
জোসেফ একজন আন্ডারকভার এজেন্টকে লিখে, ‘আমি পিটসবাগের্র হামলার ঘটনায় অনুপ্রাণিত হয়েছি।’
তার উদ্ধৃতি দিয়ে এফিডেভিটে বলা হয়, ‘আল্লাহ চাইলে আমিও ওই ধরনের হামলা চালাব।’
কর্তৃপক্ষ জানায়, জোসেফকে গ্রেফতারের একদিন আগে সে সিনাগগের ঠিকানা ও কোন দিন অধিকসংখ্যক পুন্যার্থী সেখানে থাকবেন তা জেনে নেয়।
শুক্রবার পূর্বনিধারিত স্থানে একজন আন্ডারকভার এজেন্ট জোসেফের সাথে দেখা করেন। সেখানে জোসেফ একটি ব্যাগের মধ্যে এআর-১৫ রাইফেল নিয়ে আসলে তাকে গ্রেফতার করা হয়।
দোষী সাব্যস্ত হলে জোসেফের ২০ বছরের কারাদ- হতে পারে।
বাসস/ কেএআর/১৩১০/জুনা