বাজিস-২ : ভোলায় নতুন ভোটার ১ লাখ ৮৩ হাজার ১৩৬ জন

160

বাজিস-২
ভোলা-নতুন ভোটার
ভোলায় নতুন ভোটার ১ লাখ ৮৩ হাজার ১৩৬ জন
ভোলা, ১১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৮৩ হাজার ১৩৬ জন। এবারই প্রথম তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ চার হাজার ৭৩৫ জন এবং নারী ৭৮ হাজার ৮০১ জন। জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা যায়।
জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আলম মামুন বলেন, জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭৩ হাজার ২৫৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৫০ হাজার ৭২১ জন এবং নারী ভোটার সংখ্যা ছয় লাখ ২২ হাজার ৫৩৩ জন। একটি পৌরসভা, একটি উপজেলা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা-১ (সদর) আসনে ভোটার তিন লাখ ৯৯ হাজার ৯২৪ জন। এ আসনে নতুন ভোটার বেড়েছে ৪৪ হাজার ২৭২ জন।
একইভাবে দুটি উপজেলা, দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন নিয়ে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ভোটার সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৫১ জন। এ আসনে নতুন ভোটার বেড়েছে ৪৩ হাজার ৪৩৫ জন। একটি পৌরসভা, দুটি উপজেলা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ভোটার দুই লাখ ৯৩ হাজার ৫২০ জন। এ আসনে নতুন ভোটার বেড়েছে ৩৮ হাজার ৪২০ জন।
একটি পৌরসভা, দুটি উপজেলা এবং ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা-৪ আসনে (চরফ্যাশন-মনপুরা) আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭২ হাজার ৭৫৯ জন। এ আসনে নতুন ভোটার বেড়েছে ৫৬ হাজার ৬০৯ জন।
বাসস/এইচএএম/মমআ/১০৪০/-নূসী