বাসস দেশ-১৭ : বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সাতটি কোম্পানিকে জমি বরাদ্দ : কর্মসংস্থান হবে ৫২৫০ জন কর্মীর

311

বাসস দেশ-১৭
হাইটেক সিটি-জমি-কর্মসংস্থান
বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সাতটি কোম্পানিকে জমি বরাদ্দ : কর্মসংস্থান হবে ৫২৫০ জন কর্মীর
ঢাকা, ১০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে সাতটি কোম্পানিকে ২০ দশমিক ৪১ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে। এই সাতটি কোম্পানি প্রায় ৫৫৮ কোটি টাকা বিনিয়োগ করবে এবং কোম্পানিগুলিতে প্রায় ৫ হাজার ২৫০জন লোকের কর্মসংস্থান হবে।
আজ সোমবার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডাটা সফট, আমরা হোল্ডিংস, ডেভ নেট লিমিটেড, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড, মিডিয়া সফট ডাটা সিস্টেম লিমিটেড, ইউ ওয়াই সিস্টেম লিমিটেড এই বিনিয়োগের সুযোগ পাবে। এর আগে এসবি টেল এন্টারপ্রাইজ গত ২৮ নভেম্বর, হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়। ইতোমধ্যে ওই কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তাদের প্লট বুঝিয়ে দেয়া হয়েছে।
কালিয়াকৈরে ৩৫৫ একর জমির উপর স্থাপিত “বঙ্গবন্ধু হাইটেক সিটি” বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ফ্লাগশিপ প্রকল্প।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ অন্ষ্ঠুানে কোম্পানিসমূহের প্রতিনিধি এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/১৭৪৫/আরজি