বাসস ক্রীড়া-৯ : এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালে যৌথভাবে শীর্ষে উঠলেন পান্থ

282

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-টেস্ট
এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালে যৌথভাবে শীর্ষে উঠলেন পান্থ
অ্যাডিলেড, ১০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : অ্যাডিলেড টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটের পেছনে ১১টি ডিসমিসাল (সবগুলোই ক্যাচ) করেছেন ভারতের উইকেটরক্ষক ঋসভ পান্থ। যার মাধমে এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালে দু’জনের সাথে শীর্ষে রয়েছেন তিনি। অর্থাৎ এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালে উপরে রয়েছেন তিনজন। পান্থ ছাড়াও অন্য দুই উইকেটরক্ষক হলেন- ইংল্যান্ডের জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স।
১৯৯৫ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১টি ডিসমিসাল করেছেন রাসেল। সবগুলোই ক্যাচ ছিলো।
২০১৩ সালে জোহানেসবার্গ টেস্টে পাকিস্তানের বিপক্ষে উইকেটের পেছনে দাড়িয়ে ১১টি ক্যাচ নিয়েছিলেন ডি ভিলিয়ার্স।
১০টি করে ডিসমিসাল রয়েছে ইংল্যান্ডের বব টেইলর, অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট ও ভারতের ঋদ্ধিমান সাহার।
বাসস/এএমটি/১৭৩০/স্বব