সংকট নিরসনে ইউনিয়নের নেতাদের সাথে বসতে যাচ্ছেন ম্যাক্রোঁ

238

প্যারিস, ১০ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির ‘হলুদ জ্যাকেট’ আন্দোলন বন্ধের উপায় খুঁজে বের করতে ট্রেড ইউনিয়ন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। তিনি দেশের এ বিষয়ে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।
খবর এএফপি’র।
প্রেসিডেন্টের এলিসি দপ্তর থেকে বলা হয়, ম্যাক্রোঁ স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন শুরুর চার সপ্তাহ পর ম্যাক্রোঁ এই প্রথমবারের মতো এ সংকট নিয়ে প্রকাশে কথা বলতে যাচ্ছেন।
প্যারিস ও অন্যান্য নগরীতে শনিবার এ আন্দোলন আবারো সহিংস রূপ নেয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ৪০ বছর বয়সী এ মধ্যপন্থী নেতা বিক্ষোভকারীদের ক্ষোভ প্রশমনের সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেবেন।