লা লিগায় মেসির গোলের রেকর্ড

230

বার্সেলোনা, ৯ ডিসেম্বর ২০১৮ (বাসস/এএফপি) : ক্যারিয়ার জুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নতুন আরেকটি ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৩ মৌসুমে কমপক্ষে ১০টি করে গোল করেছেন বার্সেলোনা তারকা। এস্পানিওলের মাঠে শনিবার রাতে ম্যাচের ১৭তম মিনিটে প্রায় ২৭ গজ দূর থেকে চমৎকার এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন মেসি। সে সঙ্গে গড়েন অনন্য কীর্তিটি। এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনার ৪-০ ব্যবধানের জয়ে শেষ গোলটিও ফ্রি-কিক থেকে করেন গত সপ্তাহে ব্যালন ডি’অরের লড়াইয়ে পঞ্চম হওয়া মেসি। স্পেনের শীর্ষ লিগে এবারই প্রথম কোনো এক ম্যাচে ফ্রি-কিকে দুটি গোল করলেন ৩১ বছর বয়সী এ ফুটবলার। চলতি বছরে লিগে সেট-পিস থেকে মেসি নয় গোল করলেন। ২০১৮ সালে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দল সেটপিস থেকে পাঁচটির বেশি গোল করতে পারেনি। এবারের লা লিগায় গোলদাতার তালিকায় ১১ গোল নিয়ে জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়। দারুণ এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩১।