বাসস দেশ-১৪ : সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত

156

বাসস দেশ-১৪
দুর্নীতিবিরোধী দিবস-সারাদেশ
সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’Ñ এ প্রতিপাদ্য নিয়ে আজ সারাদেশ আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে। এ সংক্রান্ত বাসস-এর সংবাদদাতাদের পাঠানো কয়েকটি প্রতিবেদন:
কুড়িগ্রাম : ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন,সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রাম ও দুপ্রক এর আয়োজনে রোববার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয় । কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন ও আলোচনাসভা। কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এম এম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবীব নীলু সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।
মেহেরপুর : ‘আসুন, জাতীয় উন্নয়নের সার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্য নিয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে আজ রোবরার সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিউল আলম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার, জেলা ‘জাতীয় মহিলা সংস্থার’ পরিচালক শামীম আরা হীরা, আ’লীগের উপদেষ্টা আলহাজ্জ আশকার আলী, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন, ব্রাকের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নওগাঁ : জেলায় শোভাযাত্রা এবং অলোচনাসভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিসব পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ৯টায় পুরাতন কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এতে নেতৃত্ব দেন।
পরে প্রেসক্লাব মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর বহমান, নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল আকত্রা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোল্লা মোতাহার-উল-ইসলাম এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত দপ্তর গড়ে তোলার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহানকে সন্মানীত করা হয়।
জয়পুরহাট : ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ সেøাগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জয়পুরহাটে পালন করা হলো আস্তর্জাতিক দুর্নীীত বিরোধী দিবস-২০১৮।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীীত প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের নানা কর্মসূচীর আয়োজন করে। বগুড়া সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালি, মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভা। সকাল ৯ টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালি ও মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক (অবঃ) আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পুলিশ সুপার মো: রশীদুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায় প্রমুখ।
নড়াইল : জেলায় আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দুর্নীতি প্রতিরোধের আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুউদ্দিন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেরপুর : ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ সেøাগানকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকালে দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ : টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে রোববার নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে দুর্নীতি বিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাস (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। পরে সেখানে চত্বরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ও কার্টুন প্রর্দশন করা হয়।
গোপালগঞ্জ : জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
“আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে-দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার সকালে স্থানীয় পৌরপার্কে জাতীয় সংগীত গেয়ে দিবসের সূচনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মুকসুদপুর : জেলার মুকসুদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দূর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্যকে সামনে রোববার সকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহীন। অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
পাবনা : নানা কর্মসূচিতে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। রোববার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে স্থানীয় পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম (পি.পি.এম), সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিযুর রহমান, পাবনা চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপক দায়েন উদ্দিন খান, সাধারন সম্পাদক আবুল মাসুদ প্রমুখ।
ক্তারা সকলকে দুর্নীতির বিরুদ্ধে নিজ নিজ পরিসর থেকে সোচ্চার থাকার আহবান জানান।
লালমনিরহাট : জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি লালমনিরহাটের আয়োজনে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে এ মানববন্ধন করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুর রহমান, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী রহমান বিউটি, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু, এস গোকুল রায় প্রমুখ।
দিনাজপুর : ‘আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একাতাবদ্ধ হই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমটি ও সনাক দিনাজপুর আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি দিনাজপুর শাখার সভাপতি আলহাজ্ব মোকাদ্দেক হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. শহীদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিস মোঃ ফিরুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাঃ কাজেমউদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট আফজাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুমর্ুু, সনাকের সভাপতি প্রফেসর জলিল আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন প্রমুখ।
বাসস/সংবাদদাতা/মমআ/১৭৪৫/মরপা