বাসস দেশ-৭ : ডেইরী ও প্রাণিসম্পদের উন্নয়নে ৫শ’ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক

113

বাসস দেশ-৭
বিশ্ব ব্যাংক-সহায়তা
ডেইরী ও প্রাণিসম্পদের উন্নয়নে ৫শ’ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক
ঢাকা, ৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : দেশের ক্রমবর্ধমান ডিম, মাংস ও দুধের চাহিদা পূরণ এবং এর মাধ্যমে নাগরিকদের পুষ্টি গ্রহণ বৃদ্ধিতে বিশ্ব ব্যাংক প্রাণিসম্পদ ও ডেইরী পণ্যের উন্নয়নে বাংলাদেশকে ৫শ’ মিলিয়ন ডলার দেবে।
বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পে ২ মিলিয়ন ছোট পরিবারভিত্তিক কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারী কৃষিপণ্যভিত্তিক উদ্যোক্তার পণ্যের প্রসার ও বাজার সুবিধার সৃষ্টি হবে।
বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফন বলেন, প্রাণিসম্পদ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ তার জনগণের খাদ্য চাহিদা পূরণে সক্ষম হবে। এতে পল্লী অঞ্চলে নারী, যুবক ও অস্বচ্ছলদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
প্রাণিসম্পদ খাতে রয়েছে মোট শ্রমশক্তির ১৪ শতাংশ। কিন্তু পল্লীর ৭০ শতাংশ পরিবার এই প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বছরে ১.৫ বিলিয়ন ডিম, ০.৫ মিলিয়ন টন মাংস ও ৫.৯ মিলিয়ন টনেরও বেশি দুধের ঘাটতি দেখা দিতে পারে। এদিকে ২০১৫-’১৬ বছরে ডেইরী পণ্যের আমদানি ২৪৮.৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
বাসস/সবি/জিএম/একেএম.অনু/এমএসআই/১৪৫৫/আহো/-কেজিএ