মাশরাফির ‘ডাবল সেঞ্চুরি’

176

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ফরম্যাটে ২শতম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে আজ প্রথম ওয়ানডে খেলতে নেমেই দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করলেন ম্যাশ। বিশ্বের ৭৯তম খেলোয়াড় হিসেবে ২শ ম্যাচ খেলার ক্লাবে নাম লেখালেন মাশরাফি।
তবে বাংলাদেশের হয়ে ১৯৮তম ম্যাচ খেলতে নামলেন মাশরাফি। আন্তর্জাতিক অঙ্গনে দু’টি ম্যাচ বেশি খেলেছেন ম্যাশ। কারন ক্রিকেট ক্যারিয়ারে আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে দু’টি ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। ম্যাচ দু’টি ছিলো ২০০৭ সালের জুনে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মাশরাফির। ১৯৮টি ম্যাচ খেলেছেন তিনি। এরপরই আছেন উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি খেলেছেন ১৯৬টি। তৃতীয়স্থানে রয়েছেন টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। ১৯৩টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা সাকিবের ঝুলিতে।