রুশ মানবাধিকার কর্মী লিউদমিলা আলেক্সেইয়েভা আর নেই

374
Mandatory Credit: Photo by Maxim Shipenkov/EPA/REX/Shutterstock (7956701n) Lyudmila Alexeyeva Head of the Moscow Helsinki Group Speaks During All-russia Civil Forum in Moscow Russia 23 November 2013 More Than One Thousand People Participated in a Forum Russian Federation Moscow Russia All-russia Civil Forum - Nov 2013

মস্কো, ৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : রাশিয়ার শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী ও সাবেক সোভিয়েত ইউনিয়নের ভিন্নমতাবলম্বী লিউদমিলা আলেক্সেইয়েভা শনিবার ৯১ বছর বয়সে মারা গেছেন।
এক মানবাধিকার কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ক্রেমলিনের মানবাধিকার কাউন্সিলের প্রধান মিখায়েল ফেদোতোভ এক বিবৃতিতে বলেন, ‘তার এই মৃত্যু রাশিয়ার সামগ্রিক মানবাধিকার আন্দোলনের জন্য একটি বড় ধরনের ক্ষতি।’