বাসস দেশ-২৮ : এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির

568

বাসস দেশ-২৮
ইসি-শুনানি
এরশাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির
ঢাকা, ৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রংপুর-৩ আসনে হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে ওই আসনে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির সাব্বির আহম্মেদ আপিল আবেদন করেছিলেন। শুনানী শেষে আজ সাব্বিরের আপিল আবেদন খারিজ করে দেয় কমিশন। ফলে ওই আসনে নির্বাচন করতে এরশাদের কোন বাধা নেই।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানীর আজ ছিল শেষ দিন। প্রথমদিনে ক্রমিক নম্বর অনুযায়ী ১ থেকে ১৬০, দ্বিতীয় দিন ৭ ডিসেম্বর ১৬১ থেকে ৩১০ পর্যন্ত প্রার্থীর আবেদনের শুনানি করে নির্বাচন কমিশন (ইসি)। আজ ৩১১ ক্রমিক নম্বর থেকে ৫৪৩ পর্যন্ত আবেদনের আপিল শুনানি গ্রহণ করে কমিশন।
প্রতিটি আবেদনের আপিল শুনানী শেষে সঙ্গে সঙ্গেই রায় জানিয়ে দেয়া হচ্ছে। যদি সংক্ষুব্ধ ব্যক্তি যদি উচ্চ আদালতে কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেয়া হবে।
বাসস/এএসজি/এমএসএইচ/২১৫০/অমি