বাসস দেশ-১৪ : যবিপ্রবিতে বীরপ্রতীক তারামন বিবির নামে হল

146

বাসস দেশ-১৪
যবিপ্রবি-হল
যবিপ্রবিতে বীরপ্রতীক তারামন বিবির নামে হল
যশোর, ৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) বীরপ্রতীক তারামন বিবি নামে ছাত্রী হলের নামকরণ করা হলো।
স্বাধীনতাযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় ছাত্রী হলের এ নামকরণ করা হয়েছে।
একইসঙ্গে বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের নাম প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামে, চিকিৎসা কেন্দ্রের নাম প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা. এম আর খানের নামে এবং তৃতীয় ছাত্র হলের (প্রস্তাবিত) নাম প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের নামে নামকরণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
আজ বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৫২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদ, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৮৫৫/-জেজেড