বাসস ক্রীড়া-১২ : উত্তেজনা ছড়িয়ে ড্র হলো ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যাচ

138

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বিসিএল
উত্তেজনা ছড়িয়ে ড্র হলো ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ম্যাচ
বগুড়া, ৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : উত্তেজনা ছড়িয়ে ড্র হলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের তৃতীয় রাউন্ডের ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচটি।
ম্যাচ জিততে শেষ দিন ইসলামী ব্যাংক ইস্ট জোনের দরকার ছিলো ২৫৫ রান। অপরদিকে ওয়ালটন সেন্ট্রাল জোন দরকার প্রতিপক্ষের ৮ উইকেট।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৩২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৭১ রান করেছিলো ইসলামী ব্যাংক ইস্ট জোন। রনি তালুকদার ১২ ও শামসুর রহমান ১১ রান করে ফিরলেও মাহমুদুল হাসান ২৩ ও আশরাফুল ২৪ রানে অপরাজিত ছিলেন।
মাহমুদুল ১৩৫ রানে থামলেও ৬৪ রানে ফিরেন আশরাফুল। এছাড়া পরের দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় ইসলামী ব্যাংক ইস্ট জোন। কিন্তু শেষ পর্যন্ত জয়কে স্পর্শ করা হয়নি তাদের। ৭ উইকেটে ৩২০ রান করে দিনের খেলা শেষ করে তারা। ম্যাচ সেরা হয়েছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের শহীদুল ইসলাম। ম্যাচে ৮ উইকেট নেন তিনি।
বাসস/এএসজি/এএমটি/১৭৫৫/মোজা/স্বব