বাসস ক্রীড়া-১০ : রিক্সনকে ফিল্ডিং কোচ নিয়োগ দিল শ্রীলংকা

113

বাসস ক্রীড়া-১০
শ্রীলংকা-রিক্সন
রিক্সনকে ফিল্ডিং কোচ নিয়োগ দিল শ্রীলংকা
কলম্বো, ৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস/এএফপি) : অস্ট্রেলিয়ার স্টিভ রিক্সনকে জাতীয় দলের ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে রিক্সনকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট কর্তৃপক্ষ।
চলতি মাসের শেষ দিকে কাজ শুরু করবেন ৬৪ বছর বয়সী রিক্সন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ ডিসেম্বর শুরু হওয়া সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন। নিউজিল্যান্ড সফরে শ্রীলংকা দল দুই টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেরবে।
এরপর অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টেও সিরিজ খেলবে লংকানরা। ২৪ জানুয়ারী শুরু হবে দুই টেস্টেও সিরিজ।
শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাহি এ্যাশলে ডি সিলভা বলেন,‘ স্টিভকে দলে পেয়ে আমরা আনন্দিত। আমার বিশ্বাস তিনি দলকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে এবং তার অভিজ্ঞতা দিয়ে দলের ফিল্ডিংয়ের মানোন্নয়নে সহায়ক হবে।’
ডি সিলভা জানান ২০১৯ বিশ্বকাপের শেষ পর্যন্ত স্টিভ জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
বাসস/এএফপি/স্বব/১৭২০/মোজা/এএমটি