বাসস ক্রীড়া-৭ : অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রান কোহলির

119

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-অ্যাডিলেড টেস্ট কোহলি
অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রান কোহলির
অ্যাডিলেড, ৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের ব্যাটসম্যান হিসেবে দ্রুত এক হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি সব মিলিয়ে দ্রুত এক হাজার রানের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করে আউট হন কোহলি। এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের ১৮তম ইনিংসেই এক হাজার রান পূর্ণ করেন ভারত দলপতি। কোহলির আগে উপমহাদেশের ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রানের মালিক ছিলেন ভারতের ভিভিএস লক্ষন। ১৯ ইনিংসে এক হাজার রান করেছিলেন লক্ষন।
উপমহাদেশের মধ্যে রেকর্ড গড়লেও, সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত এক হাজার রান করার ক্ষেত্রে যৌথভাবে উপরে আছেন কোহলি। ইংল্যান্ডের কেন ব্যারিংটন ১৮ ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন। তবে নিজের দশম টেস্টে। কোহলি এমন মাইলফলক স্পর্শ করেছেন নিজের নবম টেস্টে।
বাসস/এএমটি/১৬৫০/মোজা/স্বব