সাত নম্বরে নেমে গেল পাকিস্তান

224

দুবাই, ৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিং-এর সপ্তমস্থানে নেমে গেল পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারে পাকিস্তান। ফলে র‌্যাংকিং-এ অবনতি হয় তাদের। ৯২ রেটিং নিয়ে সপ্তমস্থানে আছে তারা। পাকিস্তানের অবনমনে ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে উঠেছে শ্রীলংকা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে কোন র‌্যাংকিং-এ কোন উন্নতি হয়নি নিউজিল্যান্ডের। তবে রেটিং বেড়েছে নিউজিল্যান্ডের। ১০২ রেটিং নিয়ে আবু ধাবি টেস্ট খেলতে নেমেছিলো কিউইরা। তৃতীয় ও শেষ টেস্ট ১২৩ রানের বড় ব্যবধানে জিতে সিরিজ জয় নিশ্চিত করা নিউজিল্যান্ড ৩ রেটিং অর্জন করে।
১১৬ রেটিং নিয়ে সবার উপরে আছে ভারত। এরপরের দু’টি স্থানে আছে- ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ৬৯ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ১।

আইসিসি টেস্ট র‌্যাংকিং :

র‌্যাংকিং                     দেশ              ম্যাচ        রেটিং

১                            ভারত             ৩৮        ১১৬

২                            ইংল্যান্ড             ৪৯          ১০৮

৩                            দক্ষিণ আফ্রিকা      ৩৫         ১০৬

৪                             নিউজিল্যান্ড          ২৩          ১০২

৫                             অস্ট্রেলিয়া              ৩৬         ১০২

৬                            পাকিস্তান               ২৪           ৯৫

৭                              শ্রীলংকা               ৪২           ৯৩

৮                            ওয়েস্ট ইন্ডিজ        ৩৫         ৭০

৯                             বাংলাদেশ              ২৫           ৬৯

১০                          জিম্বাবুয়ে                ১১           ১৩