বাজিস-৪ : দেবীগঞ্জ হানাদার মুক্ত দিবস আগামীকাল

160

বাজিস-৪
পঞ্চগড়-দেবীগঞ্জ মুক্ত দিবস
দেবীগঞ্জ হানাদার মুক্ত দিবস আগামীকাল
পঞ্চগড়, ৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলার দেবীগঞ্জ উপজেলা হানাদার মুক্ত দিবস আগামীকাল ৯ ডিসেম্বর। ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর এ দিনে পাকহানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে ভোর ৬টায় দেবীগঞ্জ থেকে ডোমার হয়ে সৈয়দপুরের দিকে রওনা হয়।
পাক হানাদার বাহিনীর সহায়তায় দেবীগঞ্জে রাজাকাররা ব্যাপক লুটপাট চালায়। তারা সলিম ও নন্দন শাহার গোডাউনে ১০০০ পিস ঢেউটিন,ধান ও পাট লুট করে জমা রাখে। পরে মুক্তিযোদ্ধা সংগঠক সফিউল আলম লুন্ট হওয়া টিন উদ্ধার করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন এবং ধান ও পাট বিক্রির ৬৫ হাজার টাকা দেবীগঞ্জ ডিগ্রী কলেজ নির্মাণে ব্যয় করা হয়। ২০০০ সালের ২০ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুম সফিউল আলমকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফিকেট প্রদান করেন।
১৯৭১ সালের ৯ডিসেম্বর সকালে দেবীগঞ্জের বর্তমান আনসার ভিডিপি অফিসের সামনে মুক্তিযোদ্ধা মরহুম সফিউল আলমের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধারা ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
বাসস/সংবাদদাতা/১২৫৫/গিউ/-নূসী