বাসস ক্রীড়া-১৪ : ৫৩ বছরের রেকর্ড ভাঙ্গলেন উইলিয়ামসন

292

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-আবু ধাবি টেস্ট
৫৩ বছরের রেকর্ড ভাঙ্গলেন উইলিয়ামসন
আবু ধাবি, ৭ ডিসেম্বর ২০১৮ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে আবু ধাবি টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২২৮ রান করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ১৩৯ রান করেন তিনি।
এ ইনিংস দিয়ে অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিপক্ষে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন উইলিয়ামসন। এত দিন রেকর্ডটি ছিলেন জন রিডের দখলে। ১৯৬৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ইনিংসে সর্বমোট ২০৪ রান করেছিলেন রিড। প্রথম ইনিংসে ১২৮ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন রিড।
পাশাপাশি এশিয়ার মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে নিজের নাম তুললেন উইলিয়ামসন। এই তালিকায় প্রথম দু’টিস্থানেই রয়েছেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। ২০০৩ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে এক টেস্টে ৩৪৩ রান ও ১৯৯৮ সালে একই ভেন্যুতে একই দলের বিপক্ষে ২৫২ রান করেন ফ্লেমিং।
বাসস/এএমটি/২০০০/স্বব