বাসস ক্রীড়া-৩ : ক্যারিয়ারের শেষ ইনিংসে ৮ রান করলেন হাফিজ

146

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-আবু ধাবি টেস্ট
ক্যারিয়ারের শেষ ইনিংসে ৮ রান করলেন হাফিজ
আবু ধাবি, ৭ ডিসেম্বর ২০১৮ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শেষেই বড় লংগার ভার্সন থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন পাকিস্তানের ডান-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। আবু ধাবিতে ক্যারিয়ারের শেষ ইনিংসটি স্মরণীয় করে রাখতে পারলেন না তিনি। মাত্র ৮ রান করে থামলেন হাফিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে দেখেশুনেই খেলছিলেন হাফিজ। এরইমধ্যে ১টি বাউন্ডারিও মারেন তিনি। তবে নিজের মুখোমুখি হওয়া ২০তম বলে আউট হয়ে যান হাফিজ। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে বোল্ড হন ৫৫টি টেস্ট খেলা হাফিজ। এই টেস্টের প্রথম ইনিংসে খালি হাতে ফিরেছিলেন তিনি।
২০০৩ সালে করাচিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় হাফিজের। নিজের ক্যারিয়ারের প্রথম ইনিংসে ২ রান করেছিলেন তিনি। তবে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেন হাফিজ।
টেস্ট ক্যারিয়ারে ১০৫ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ৩৭ দশমিক ৬৪ গড়ে ৩৬৫২ রান করেছেন হাফিজ। আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতেই বড় ফরম্যাটকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী হাফিজ।
বাসস/এএমটি/১৭০২/স্বব