বাসস ক্রীড়া-২ : ১৮৮৮ সালের পর মার্শ

125

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-অ্যাডিলেড টেস্ট-মার্শ
১৮৮৮ সালের পর মার্শ
অ্যাডিলেড, ৭ ডিসেম্বর ২০১৮ (বাসস) : অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২ রান করে আউট হন বাঁ-হাতি ব্যাটসম্যান শন মার্শ। এই নিয়ে টানা ছয় ইনিংসে ১০ রানের নীচে আউট হয়ে রেকর্ড বইয়ে নতুনত্ব আনলেন মার্শ।
১৮৮৮ সালের পর অস্ট্রেলিয়ার কোন টপ-অর্ডার ব্যাটসম্যান হিসেবে টানা ছয় ইনিংসে ১০ রানের নীচে আউট হলেন মার্শ। এমন লজ্জার রেকর্ড মার্শের নামেই রেকর্ড বইয়ে লিপিবদ্ধ থাকবে। আজকেরটিসহ শেষ ছয় ইনিংসে মার্শের ইনিংস- ৭,৭,০,৩,৪ ও ২।
মার্শের আগে এই লজ্জার রেকর্ডের মালিক ছিলেন জর্জ বোনার। টানা পাঁচ টেস্ট ইনিংসে ১০এর নীচে রান করেছিলেন তিনি।
অথচ ফর্মের তুঙ্গে থেকে অ্যাডিলেড টেস্ট খেলতে নামেন মার্শ। প্রথম শ্রেনির ক্রিকেট শেফিল্ড শিল্ডে শেষ দুই ম্যাচের মার্শের রান যথাক্রমে ৮০,৯৮,১৬৩ ও ৮১।
বাসস/এএমটি/১৬৫৬/স্বব