বাসস দেশ-১৭ : বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল:আরেফিন সিদ্দিক

139

বাসস দেশ-১৭
আওয়ামীÑআলোচনা
বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল:আরেফিন সিদ্দিক
ঢাকা, ৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আরেফিন সিদ্দিক বলেছেন, ১৯৭১ সালে ভারতের অর্থনীতি অত্যন্ত দুর্বল থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা।
আজ সকালে বিশ্ববিদ্যালয় চারুকলা ইনিস্টিটিউটের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত ভারতীয় শহীদ সেনা স্মরণী প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোট শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করে।
জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদুত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সভাপতি ইসমত কাদির গামা, বাঙালি জাতীয়তাবাদ পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মানিক প্রমুখ।
বাসস/সবি/এসএস/১৭৪৫/অমি