বাজিস-৫ : পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের দেয়া হচ্ছে বিজয় ভাতা

220

বাজিস-৫
পিরোজপুর-বিজয় ভাতা
পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের দেয়া হচ্ছে বিজয় ভাতা
পিরোজপুর, ৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় বীর মুক্তিযোদ্ধাদের বিজয়ের মাসের বিজয় ভাতা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ১ হাজার ৮২৪ জন মুক্তিযোদ্ধার অনুকূলে ৯১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জীবিত মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে এ বিজয় ভাতা প্রদান করা হয়। বর্তমান সরকার প্রথম বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিজয় ভাতা চালু করল।
এদিকে পিরোজপুর জেলার ২ হাজার ৭৭৪ জন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর এ ৩ মাসের সম্মানী ভাতার অর্থ প্রদান করছে। ইতোমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ অর্থ ছাড় করা হয়েছে। এ জেলার ২ হাজার ৭৭৪ জন মুক্তিযোদ্ধার জন্য ৮ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পিরোজপুর সদর উপজেলার ৩৯৪ জন মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীদের জন্য ১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা, মঠবাড়িয়ার ৬২৪ জনের জন্য ১ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা, নাজিরপুরের ৪৭৩ জনের জন্য ১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা, ভান্ডারিয়ার ৪৬৪ জনের জন্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা, নেছারাবাদের ৪২৮ জনের জন্য ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা, কাউখালীর ২৮৩ জনের জন্য ৮৪ লাখ ৯০ হাজার টাকা এবং ইন্দুরকানীর ১০৮ জনের জন্য ৩২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। প্রত্যেক মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরীরা প্রতিমাসে ১০ হাজার টাকা করে ৩ মাসের ৩০ হাজার টাকা সম্মানী ভাতা ও ৫ হাজার টাকা বিজয় ভাতা মহান বিজয় দিবসের পূর্বেই ব্যাংক থেকে তুলতে পারবেন বলে পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৩০০/নূসী