বাসস বিদেশ-২ : ওয়াশিংটনে ফিরে এসেছেন সৌদি রাষ্ট্রদূত

141

বাসস বিদেশ-২
সৌদি-যুক্তরাষ্ট্র-কূটনীতি
ওয়াশিংটনে ফিরে এসেছেন সৌদি রাষ্ট্রদূত
ওয়াশিংটন, ৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ক্ষমতাধর যুবরাজের ভাই খালিদ বিন সালমান ওয়াশিংটনে ফিরে এসেছেন। সাংবাদিক জামাল খাসোগি হত্যার পরপরই তিনি মার্কিন রাজধানী থেকে দেশে ফিরে যান। বুধবার এক কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।
দূতাবাস মুখপাত্র ফাতিমা বায়িশেন এএফপি’কে বলেন, রাষ্ট্রদূত খালিদ ওয়াশিংটনে ফিরে এসেছেন।
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সৌদি সাংবাদিক নিহত হওয়ার প্রেক্ষাপটে অক্টোবরের গোড়ার দিকে তিনি রিয়াদে যান।
ওই সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, রাষ্ট্রদূত ফেরার পর যুক্তরাষ্ট্র তার কাছে খাসোগি হত্যার ব্যাপারে তথ্য জানতে চাইবে।
এ রাষ্ট্রদূত হচ্ছে সৌদি যুবরাজের ভাই যার বিরুদ্ধে জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেয়ার ভূমিকার অভিযোগ রয়েছে।
বাসস/এমএজেড/১২১৫/-এমএসআই