বাসস দেশ-১৫ : রাজধানীর এক বাসা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার: পিতা আটক

295

বাসস দেশ-১৫
রাজধানী-মরদেহ
রাজধানীর এক বাসা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার: পিতা আটক
ঢাকা, ৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস): রাজধানীর বাংলামোটরের একটি বাসা থেকে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় এক শিশুর মৃতদেহ উদ্ধার করছে পুলিশ।
বুধবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির পিতা নুরুজ্জামান কাজলকে আটক করে পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক চম্পক চক্রবর্তী বাসসকে বলেন, ওই বাসা থেকে মৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার দেহে কোন আঘাতের চিহ্ন নেই। তবে কপালে কালো দাগ রয়েছে। তার দু’ঠোট কালো মতো দেখা যাচ্ছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তার পিতাকে থানায় আনা হয়েছে। বর্তমানে তিনি শাহবাগ থানায় আছেন।
মৃত শিশুটির নাম নূর সাফায়েত। বয়স আড়াই থেকে তিন বছর। অপর শিশুর নাম সুরায়েত।
কাজলের বড় ভাই নূরুল হুদা বাসসকে জানান, তার ভাই কাজল মাদকাসক্ত। এর আগে কাজল জেলে ছিল। মাদকাসক্ত হওয়ায় কাজলের স্ত্রী বাসা ছেড়ে চলে গেছেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে কাজল বাসা থেকে বের হয়ে দোয়া পড়ানোর জন্য হুজুরকে নিয়ে ফিরে আসে। পরে হুজুর ওই বাসা থেকে বেরিয়ে এসে বিষয়টি শাহবাগ থানার পুলিশে খবর দেন।
বাসস/এফএইচ/১৮০৫/এএএ